Bible 2 India Mobile
[VER] : [BENGALI]     [PL]  [PB] 
 <<  Psalms 114 >> 

1যখন ইস্রায়েল মিশর থেকে চলে এল, যাকোবের বংশ বিদেশী লোক থেকে,

2যিহূদা হল তার ধর্মস্থান, ইস্রায়েল হল তাঁর রাজ্য।

3সমুদ্র দেখল এবং পালিয়ে গেল, যর্দন ফিরে এল।

4পর্বতরা মেষের মতো লাফ দিলো, পাহাড়রা লাফ দিল মেষশাবকের মতো।

5কেন তুমি পালিয়ে গেলে সমুদ্র? যর্দন, কেন তুমি ফিরে এলে?

6পর্বতরা, কেন তোমরা মেষের মতো লাফ দিলে? ছোটো পর্বতেরা, কেন তোমরা মেষশাবকের মতো লাফ দিলে ?

7পৃথিবী, প্রভুর সামনে, যাকোবের ঈশ্বরের সামনে কেঁপে ওঠ।

8তিনি শিলাকে পুকুরে পরিণত করলেন, শক্ত শিলাকে জলের উৎসে পরিণত করলেন।


  Share Facebook  |  Share Twitter

 <<  Psalms 114 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Dual Panel

Laporan Masalah/Saran