Bible 2 India Mobile
[VER] : [BENGALI]     [PL]  [PB] 
 <<  Job 25 >> 

1তখন শূহীয় বিলদদ উত্তর করলেন এবং বললেন,

2“কর্তৃত্ব এবং ভয়ানকতা তাঁর; তিনি তাঁর স্বর্গের উঁচু জায়গায় শাস্তি বিধান করেন।

3তাঁর সৈন্য সংখ্যার কোন শেষ আছে? কার ওপর তাঁর আলো ওঠে না?

4তাহলে মানুষ কীভাবে ঈশ্বরের কাছে ধার্মিক হবে? যে একজন স্ত্রী থেকে জন্মেছে সে কীভাবে শুচি হবে, কীভাবে তাঁর কাছে গ্রহণ যোগ্য হবে?

5দেখ, এমনকি চাঁদেরও কোন উজ্জ্বলতা নেই তাঁর কাছে; তারারা তাঁর চোখে শুদ্ধ নয়।

6কত কম মানুষ, যারা কীটের মত– একটি মানুষ, যে একটি কৃমির মত!”



 <<  Job 25 >> 


Bible2india.com
© 2010-2025
Help
Single Panel

Laporan Masalah/Saran